Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

(ক) চাকুরিরত প্রধানশিক্ষক ও সহকারীশিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বেসিক-ইন-সার্ভিস, বিষয়ভিত্তিক, প্রাক- প্রাথমিক শিক্ষা, উপকরণ তৈরিকরণ প্রভৃতি স্বল্প মেয়াদি প্রশিক্ষণ পরিচালনা করা।

(খ)প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা প্রশিক্ষণ পরিচালনা করা।

(গ)বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য নির্ধারিত প্রশিক্ষণ পরিচালনা করা।

(ঘ) সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিবীক্ষণ ও সহায়তা দান।

(ঙ) উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহে পরিচালিত শিখন-শেখানো কার্যক্রম পর্যবেক্ষণ ও ফিডব্যাক প্রদান করা।

(চ) উপজেলার শিক্ষকদের প্রশিক্ষণ চাহিদা নিরূপণ করা।

(ছ)প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট যাবতীয় তথ্যাদি সংরক্ষণ ও হালফিল রাখা।

(জ)ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত করে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে সহায়তা প্রদান ও প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের প্রদর্শণ।

(ঝ)উপজেলা পর্যায়ে উপকরণ মেলার আয়োজন।

  যাবতীয় প্রশিক্ষণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিভাজন করে উপজেলায় প্রেরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসারের সাথে সমন্বয় করে প্রশিক্ষনের আয়োজন করা হয়। শিক্ষা অফিসার কর্তৃক ডেপুটেশনকৃত শিক্ষক/শিক্ষিকাগণ উপজেলা রিসোর্স সেন্টারে এসে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন।